স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের নাম শুনলে বাংলাদেশের মানুষের পায়ের ঘাম মাথায় ওঠে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
আলাল বলেন, ‘আমি এটাতে খুব আশ্চর্য হইনি, অনেকে বলবেন, আলাল ভাই কী বলছে? জিয়াউর রহমানকে নিয়েই তো তারা ল্যাবরেটরিতে গবেষণা করবে। বেগম জিয়া, তারেক রহমানকে নিয়ে তো করবে, এটাই স্বাভাবিক। বিএনপির নেতাকর্মীদের নিয়েও করবে। কারণ যদি তা না হয় তাহলে গবেষণা করবে কাকে নিয়ে?’
‘খন্দকার মোশতাককে নিয়ে? লাভ নাই তো, সে তো কোনো দল করে নাই। সাবেক সেনাপ্রধান যিনি শেখ মুজিবের হত্যার সময় সেনাপ্রধান ছিলেন, শফিউল্লাহকে নিয়ে; লাভ নাই, কারণ তিনি নৌকার টিকিটে এমপি হয়েছেন! সাবেক বিডিআরপ্রধান, যিনি শেখ মুজিব হত্যার সময় বিডিআরপ্রধান ছিলেন, তাকে নিয়ে গবেষণার দরকার নাই।’
আয়োজক সংগঠনের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মো. সানাউল্লাহ, শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।