স্টাফ রিপোর্টার ॥ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গণজাগরণ মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে তাতে আগামী নির্বাচনে দলটি ৩০ আসন পেয়ে দেখাতে পারলে দলটির ‘গোলামি’ করব।
গত ১১ জুলাই রাত ১টায় একটি বেসরকারি টেলিভিশনের ‘ফ্রন্টলাইন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, জনপ্রিয়তা যাচাই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশন একত্র করে নির্বাচনে দাঁড়ালেও পাস করবে কিনা সন্দেহ রয়েছে।
তিনি বলেন, গত চার দিন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসেছি। সেখানেও ল করেছি, পাঁচ সিটি নির্বাচন যদি স্থানীয় নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলে দুটি সিটে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জয়ী হতো। কিন্তু এ নির্বাচন জাতীয় ইস্যুতে পরিণতি হওয়ার কারণে সবকটিতে হেরেছে এবং বিপুল ভোটে হেরেছে।
আ.লীগ ৩০ আসন পেলে গোলামি করব : বঙ্গবীর কাদের সিদ্দিকী
