স্টাফ রিপোর্টার ॥ অবৈধ ও অননুমোদিত কাজে জড়িত এনজিওগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এসব এনজিওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার মতা পাচ্ছেন জেলা প্রশাসকরা (ডিসি)।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে একজন জেলা প্রশাসক একথা জানান।
বৈঠকে উপস্থিত ডিসিদের জঙ্গি তৎপরতা এবং জঙ্গিদের অর্থায়নের সঙ্গে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধে দ্রুত পদপে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই জেলা প্রশাসক জানান, বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কক্সবাজারের জেলা প্রশাসক। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তপে কামনা করেন।
জবাবে প্রধানমন্ত্রী ডিসিদের ওই মতা দেয়ার আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসিদের এ মতা দেয়া হবে। তবে ডিসিদের অবশ্যই নজর রাখতে হবে যেন কোনোভাবেই জঙ্গিদের সঙ্গে এনজিওগুলো কোনো সম্পর্ক স্থাপনের সুযোগ না পায়।
একইসঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় বিভিন্ন বিদেশী এনজিও’র অবৈধ তৎপরতা বন্ধের জন্যও ডিসিদের কার্যকর পদপে নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেতে ডিসিদের প্রস্তাবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি প্রধানমন্ত্রী।
ওই জেলা প্রশাসক আরো জানান, বৈঠকে প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুরের উত্তরা ইপিজেডকে রেল জংশনের সঙ্গে সংযুক্ত এবং সেখানে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসে সরবরাহ নিশ্চিত করা এবং ময়মনসিংহকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও নির্দেশ দেন।
এনজিও চলবে জেলা প্রশাসকদের নিয়ন্ত্রণে
