স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সহোদর জাবিদ আহসান সোহেল আর নেই (ইন্নাৃৃরাজীউন)। তিনি বুধবার দিবাগত রাত দেড়টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
গাজীপুরবাসী তথা গণমানুষের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি’র ছোট ভাই জাবিদ আহসান সোহেল গত ২১ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাকে প্রথমে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার বাংলাদেশ সময় চারটার দিকে খবর আসে যে সোহেলকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।
গত মে মাসে তার দেহে কয়েকটি সফল অস্ত্রপোচার সম্পন্ন হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি বুধবার রাত্রে সিঙ্গাপুর উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।