স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।
শুক্রবার রাজধানী হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির এই ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।
রাজনীতিবিদ, কূটনৈতিক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশাজীবীর সন্মানে জাতীয় পার্টি প্রতিবছর ইফতার পার্টির আয়োজন করে।
জাতীয় পার্টির ইফতার পার্টিতে দুইনেত্রী যোগ দিচ্ছেন কি-না জানা যায়নি। তবে তাদের কাছে এরশাদের এই দাওয়াতনামা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ছাড়াও জোট-মহজোটের শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে জাতীয় পার্টির এই ইফতার পার্টিতে দাওয়াত দেওয়া হয়েছে।