বিনোদন ডেস্ক ॥
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়ক, গিটারিস্ট এবং অভিনেতা ত্রিনি লোপেজ। গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
ত্রিনি ১৯৬৭ সালে ক্লাসিক যুদ্ধের চলচ্চিত্র ‘দ্য ডার্টি ডোজেন’-এ পেড্রো জিমিনেজের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। একজন দক্ষ গিটারিস্ট এবং সংগীতশিল্পী হিসেবেও সমাদৃত ছিলেন তিনি।
১৯৩৭ সালে আমেরিকার ডালাসে জন্ম গ্রহণ করেন ত্রিনি লোপেজ। তার বাবা ও মা দুজনই মেক্সিকান।
মাত্র ১৫ বছর বয়সে গিটার বাজানো রপ্ত করেন ত্রিনি। ১৯ বছর বয়সে তিনি ‘বিগ বিটস’ নামে একটি ব্যান্ড গড়ে তুলেন। অল্প সময় পর ১৯৬২ সালে তিনি ব্যান্ড ত্যাগ করে একক ক্যারিয়ারে মনযোগ দেন।