বিনোদন ডেস্ক ॥ কামসূত্র ছবিটির গল্পে কাম উত্তেজনাই মুখ্য বিষয় নয়। ছবিটিতে আবেগপূর্ণ ও গভীর প্রণয় কাহিনী আছে। এমনটা জেনেই আমি এই চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছি বলে জানিয়েছেন কামসূত্র খ্যাত নায়িকা শার্লিন চোপড়া।
কামসূত্র’ছবিটি সম্পর্কে শার্লিন বলেন, ‘এ ছবির প্রস্তাব পেয়ে আমি জানতে চেয়েছিলাম ছবিটি কামোত্তেজক কিনা! ছবিটির পরিচালক রুপেশ পল আমাকে এর উত্তরে বলেছিলেন, এটা হবে সবচেয়ে আবেগপূর্ণ ও গভীর প্রণয়ের কাহিনী। সেজন্য আমি কাজটি করেছিলাম। আমি কামোত্তেজকপূর্ণ ছবি একদমই পছন্দ করি না। তাতে কোনো গভীরতা নেই।’
আসলে, এটি মানুষের জীবনযাত্রার শিল্প।
‘কামসূত্র’ থ্রিডি ছবিতে সারলিন চোপড়ার একটি নাচের জন্য নাট্যবিন্যাস করেছেন সরোজ খান।
সামনের কাজ নিয়ে শার্লিন বলেন, ‘এই ছবিতে কাজের জন্য আমি নিজেই সম্পূর্ণ দায়ী। আমি বিতর্কিত হতে চাই না বরং সৎ ও সাহসী হতে চাই।’