স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: প্রায় দেড় যুগ পর কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুরাদ কবিরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সদস্য আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।