কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি-এই স্লোগানকে সামনের রেখে তিনটি বীমা কোম্পানীর সংশ্লিষ্টদের সমন্বয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ সার্ভিসসেল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ জোনাল অফিস ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ মডেল সাংগঠনিক অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ সার্ভিসসেলে ইনচার্জ বিশ্বজিৎ মন্ডল, ডিজিএম মোরসালিন মাহিন ও সুমন কুমার দত্ত, জিএম প্রদীপ চন্দ্র দাস ও আলী মোহাম্মদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ জোনাল অফিসের ইনচার্জ মো. হাসানুজ্জামান কামরুল, সহকারী জোনাল ইনচার্জ ননী গোপাল, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ গোলজার হোসেন, ভাওয়াল জামালপুর সাংগঠনিক অফিসের ইনচার্জ সোলাইমান সরকার প্লাঞ্জি প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদের, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প অফিসার মোস্তাফিজুর রহমান শরীফসহ ইন্স্যুরেন্স কোম্পানীর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।