স্টাফ রিপোর্টার ॥
কৃষিক্ষেত্রে ভারত ও বাংলাদেশের পরস্পরকে সহযোগিতা করার অনেক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
আজ রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ভারতেরও গ্রামীণ অর্থনীতি কৃষি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ শিল্পায়নের দিকে যাচ্ছি। কিন্তু শিল্পায়ন করতে হলে স্থানীয় বাজার বড় করতে হবে। সেটা নির্ভর করবে গ্রামীণ অর্থনীতি কীভাবে আরও বড় হয়, আরও চাঙ্গা হয়।’