স্টাফ রিপোর্টার ॥
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪ শ’ গ্রাম সোনাসহ কোটি টাকার পণ্য উদ্ধার করেছে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।
এপিবিএন’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানযোগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মিজানুর রহমান (৩২) নামে এক যাত্রী। এ সময় তার কাছ থেকে ৪ শ’ গ্রাম সোনাসহ প্রায় কোটি টাকারপণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
কোটি টাকার পণ্যসহ শাহজালাল বিমানবন্দরে আটক এক
