স্পোর্টস ডেস্ক ॥ সাফ গেমসকে সামনে রেখে বাংলাদেশ ফুটবলের প্রাথমিক দলে জায়গা হয়েছিল তিন প্রবাসী বাংলাদেশি ফুটবলারের। ডেনমার্কের জামাল ভূইয়া, জার্মানির রিসাত খাতুন ও অস্ট্রেলিয়ার আনন্দর রহমানের চোখে স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে খেলার। কিন্তু আগেভাগেই হার মানলেন আনন্দ। গরমে অতিষ্ঠ হয়ে ক্যাম্প ছেড়ে চলে গেলেন এই ২০ বছর বয়সী।
কদিন বৃষ্টিবাদলায় ক্যাম্পে কিছুটা স্বস্তিতে কাটিয়ে দিয়েছিলেন আনন্দ। কিন্তু মঙ্গলবার একটি প্রীতি ম্যাচে খেলে হাসফাস করতে থাকেন সিডনির দ্বিতীয় বিভাগে খেলা এই ফুটবলার। শেষপর্যন্ত আর পেরে না উঠে বুধবার দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন।
এখনও ক্যাম্পে যোগ দেননি প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ। তাই সহকারী কোচ রেনে কোস্টারের কাছে ছুটির জন্য অনুরোধ করেছিলেন আনন্দ। কোস্টার অবশ্য তাকে বাফুফের কাছে আবেদনের কথা বলেন। বাফুফে বুঝতে পেরেছে তার কষ্ট। তাই আর না করেনি। স্বপ্ন পূরণের আগেই আনন্দ হার মেনে ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়।
গরমের কাছে হারলেন আনন্দ!
