স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি ট্রাক উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১২ জন।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার বাবুল হোসেনের দুই ছেলে দেলোয়ার হোসেন (২৩) ও সোহরাব হোসেন (২০)। অপর দুই জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। হতাহতদের সবাই সবজি ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের বাঘারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূইয়া।
ওসি নাজমুল জানান, নরসিংদীর রায়পুরা থানার রাধাগঞ্জ বাজার থেকে সবজিবোঝাই একটি ট্রাক ঢাকার কারওয়ান বাজারে দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে এসে পাশের উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা ১৪ জন সবজি ব্যবসায়ীই চাপা পড়লে দেলোয়ার হোসেন ও সোহরাব হোসেন ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, “আশপাশের লোকজন ও কালীগঞ্জ থানা হতাহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।”
আহতদের মধ্যে ট্রাকের চালক ও তার সহযোগী ছাড়াও রয়েছেন- আবুল কালাম (২০), জুয়েল মিয়া (২০), আলাউদ্দিন (২২), আবু তাহের (২০), অলি হোসেন (২৫), হারিজ মিয়া (৩০), আবু সাইদ (২৫) ও আবু বক্কর (২০)।
চালক ও তার সহযোগীসহ বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।