স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর চান্দনা মধ্যপাড়া এলাকা থেকে ৬ ডাকাতকে আটক করেছে জিএমপি বাসন থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে চান্দনা মধ্যপাড়ার দেলোয়ারের টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি এবং ২টি ছোরা, ১টি লোহার রড ও অনুমান ৫ গজ রশি ডাকাতির কাজে ব্যবহৃত ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন- গাজীপুর মেট্রোপলিন বাসন থানার অন্তগর্ত চান্দনা মধ্যপাড়া এলাকার হানিফের পুত্র মোঃ আরিফ হোসেন (২১), জয়পুরহাটের আগলাপড়া এলাকার জাহিদুল ইসলামের পুত্র সোহেল (২৮), নোয়াখালীর বিজয়নগর এলাকার মোঃ রশিদ মিয়ার পুত্র মোঃ সুমন মিয়া (২৮), জামালপুরের মাহমুদপুর এলাকার মোবারকের পুত্র মিজান (২৫), ময়মনসিংহের বালিপাড়া এলাকার মৃত আঃ করিমের পুত্র শহিদুল্লাহ্ (২৪), কুমিল্লার অনন্তপুর মৃত হানিফের পুত্র শাহজালাল (২৪)।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএমপি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চান্দনা মধ্যপাড়ার দেলোয়ারের বাসা থেকে ডাকাতের প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বাসন থানার মামলা নং-৩০, তারিখ-২৭/১১/২০২০ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।