স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: লাঠিভাঙা ও কালাকৈর এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বুধবার ্র সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১৩নং ওয়াডের লাঠিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও কালাকৈর জামে মসজিদসংলগ্ন মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কয়েক হাজার বন্যাদুর্গত এবং পানিবন্দি পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম, ফাইজুর আলম দিলীপ, রহিজ উদ্দিন, হাজী সিদ্দিকুর রহমান, মফিজ উদ্দিন, সাইফুল মোল্লা, এম নজরুল ইসলামসহ ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, লিপি চৌধুরী, রফিকুল ইসলাম, মনির হোসেন প্রমুখ। বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে চাল, চিড়া, গুড়, বিস্কুটসহ শুকনা খাবার।