আবু সালেক ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর ১৯ নং ওয়ার্ডে নবগঠিত আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ তালুকদার ও সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন মাষ্টারের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আঃ রউফ, সহ দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান, মোঃ ইসরাফিল হোসেন টিক্কা, মোঃ তৌকির হাসান নয়ন, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান তালুকদার, ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন লিটন প্রমুখ।

আনন্দ মিছিল সালনা বাজারসহ ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত রবিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১৯ থেকে ৫৭ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ আজমত উল্ল্যাহ খান ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছাসিত তৃণমূল আওয়ামী নেতা কর্মীরা।