মনির হোসেন মানিক
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বোর্ডবাজার এলাকার ইউটিসি চত্তরে এ আলোচনা সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব এ্যাড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. আজমত উল্লাহ খান।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বেগম সামসুন্নাহার ভূইয়া, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন রিপন, মহানগর আওয়ামী মহিলালীগের সভাপতি সেলিনা ইউনুস ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনাসহ ৫৭ টি ওয়ার্ডের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় কল্যাণে কাজ করে যেতে উদাত্ত আহ্বান জানা সিটি মেয়র জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আক্তার হোসেন গাজীপুরি।