বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার দুইবারের নির্বাচিত সফল মেয়র আলহাজ্ব শরীফুল হকের এক বিশাল নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মেয়রের পক্ষে ঘোড়াশাল পৌর এলাকার প্রাণ গেট এলাকার সামনের সড়ক হতে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান নিয়ে বাগপাড়ায় এক পথ সভা মিলিত হয়।
এসময় তাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক, সাধারণ সম্পাদক এস.এম শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক মিয়া ও পৌর যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা।
আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, বীর মুক্তিযোদ্ধা ঘোড়াশাল পৌর প্যানেল মেয়র মোঃ রফিক ভূঁইয়া, পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম রুমেল, কাউন্সিলর সুরাইয়া বেগম, কাউন্সিলর শাহানাজ আক্তার প্রমুখ।