স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম বন্দরের জেটিতে রফতানি পণ্যবাহী কন্টেইনার বোঝাইয়ের পর একটি জাহাজ ভারসাম্য রাখতে না পেরে একদিকে কাত হয়ে গেছে। জাহাজটিতে ১২৬০টি কন্টেইনার রয়েছে, এর মধ্যে ১০৫টি খালি।
বন্দরের কর্মকর্তারা জানান, গতকাল রোববার সকালে ‘ওইএল হিন্দ’ নামে পানামার পতাকাবাহী জাহাজটি ১১ নম্বর জেটিতে কাত হয়ে পড়ে। এখন জাহাজটি থেকে কন্টেইনার নামিয়ে ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে।
কন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘জাহাজটি গতকাল দুপুরে জোয়ারের সময় বন্দরের জেটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কন্টেইনার বোঝাইয়ের পর ভারসাম্য রাখতে না পেরে কাত হয়ে যায়।’
আটটি কন্টেইনার নামিয়ে ফেলার পরও জাহাজটিকে সোজা করা সম্ভব হয়নি। রাত ১০টা পর্যন্ত জাহাজটি জেটিতে কাত অবস্থায়ই ছিল। বন্দরের কর্মকর্তা, জাহাজটির স্থানীয় প্রতিনিধিসহ সবপক্ষ মিলিয়ে জাহাজটিকে সোজা করার চেষ্টা চলছিল।
এক বন্দর কর্মকর্তা বলেন, কন্টেইনারের অতিরিক্ত বোঝাইয়ের কারণে না অন্য কোনো সমস্যায় জাহাজের ভারসাম্য নষ্ট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএইচ লজিস্টিক্স।