স্টাফ রিপোর্টার ॥ মিরপুর সিকিউরিটিজের ওপর আরোপিত জরিমানা মওকুফের আবেদন নামঞ্জুর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে সাফকো স্পিনিং মিলসের শেয়ার অস্বাভাবিকভাবে লেনদেন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ প্রতিষ্ঠানকে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জরিমানা মওকুফের আবেদন জানানো হলে বিএসইসি তা আমলে নেয়নি। বিএসইসি’র ৪৮২তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সিদ্ধান্তে বলা হয়, সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার অস্বাভাবিকভাবে লেনদেনের কারণে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের ওপর ইতিপূর্বের আরোপিত ১ লাখ টাকা জরিমানার আবেদন নামঞ্জুর করা হয়েছে।