জেলা প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওঃ করোনা মোকাবেলায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মাস্ক বিতরণ করেছে তরুণ সংবাদকর্মী গৌতম চন্দ্র বর্মন।
আজ বৃস্পতিবার দুপুরে রুহিয়ায় ২০টি অসহায় বেদে পরিবারের মাঝে এসব মাস্ক বিতরণ করেন।
এসময় কয়েকজন জানায়, এখন থেকে গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করতে গেলে নিজে মাস্ক পরবো ও অন্যদেরকে পড়তে বলবো।
তরুণ সংবাদকর্মী গৌতম বলেন, করোনার ২য় ওয়েব শুরু হয়ে গেছে। নো মাস্ক, নো সার্ভিস সব জায়গায় বলা হয়। তবে আমার মনে হয়েছে বেদেরা যেহেতু গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে, তাই এদেরকে যদি আমি মাস্ক প্রদান করি, তাহলে নিজেরাও মাস্ক পড়বে,এবং তাদের ক্রেতাদেরকে মাস্ক পড়তে বলবে। তাই আমি নিজ উদ্যোগে ২০টি বেদে প্রত্যেক পরিবারের মাঝে ৫ টি করে মাস্ক প্রদান করি। এ ধারা অব্যাহত রাখতে চাই। করোনা মোকাবেলায় যার যার অবস্থান থেকে সকলে এগিয়ে আসা আহ্বান জানান তিনি।