জেলা প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও:‘দাবী মোদের একটায় প্রতিবন্ধিদের স্বীকৃতি চাই’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধি বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আজ রবিবার ঘন্টাব্যপী শহরের চৌরাস্তায় বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রতিবন্ধি উন্নয়ন ফোরামের সভাপতি নবেল ইসলাম শাহের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, জেলা প্রতিবন্ধি উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি মুনিরা আহমেদ, কলিমা খাতুন মিনা, সদস্য মোহাম্মদ ইমরান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রতিবন্ধি বিদ্যালয়ের সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণ স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ও ভাতা প্রদান, প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনসহ ১১ দফা মেনে নেওয়ার দাবী জানান ।