বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: ডিমলায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারের ২০২০-২১ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে গরিব, অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে বিশেষ অনুদান প্রদান করা হয়।
আজ ৯ জানুয়ারী (শনিবার) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১২৫ জনের মাঝে এ অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়ের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, ওসি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।