স্পোর্টস ডেস্ক ॥ গত বছর ইউএস ওপেনে জিতে পুরুষ এককে বৃটিশদের ৭৬ বছরের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা খরা কাটিয়েছিলেন। তবে ঘরের কোর্ট উইম্বলডন শিরোপা অধরাই থেকে গিয়েছিল। এবার অল ইংল্যান্ড ক্লাবে ৭৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন বৃটিশ বাছাই এন্ডি মারে। রোববার নোভাক জোকোভিচকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন দুই নম্বর তারকা।
১৯৩৬ সালে সর্বশেষ বৃটিশ হিসেবে উইম্বলডন পুরুষ একক জিতেছিলেন ফ্রেড পেরি। গত বছর খুব কাছ থেকে সেই অপেক্ষা ঘুচাতে ব্যর্থ হন মারে। সুইস তারকা রজার ফেদেরারের কাছে হাতছাড়া হয় শিরোপা। এবার জোকোভিচের সামনে ঘরের ছেলে দারুণ দাপট দেখল বৃটিশ ভক্তরা। ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে দর্শকদের উল্লাসে মাতালেন মারে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন মারে
