বিনোদন ডেস্ক ॥ তার বয়সী প্রায় সব অভিনেত্রীরাই বলিউডে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সেখানে গত ছয় বছর ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। বলছি শিল্পা শেঠির কথা। আইপিএলে স্পট ফিক্সিং স্ক্যান্ডালের অভিযোগ মাথায় নিয়ে স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে দেশ ছাড়েন শিল্পা।
গত দুমাস ধরে লন্ডনেই আছেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। কিন্তু ফিরে আসার ব্যাপারে আর ধৈর্য রাখতে পারছে না তিনি। আইপিএলে স্পট ফিক্সিংয়ের ব্যাপারটি আড়ালে চলে যাওয়ায় আবারো দেশে ফিরে আসতে চান শিল্পা। তিনি মনে করছেন দেশে ফেরার সঠিক সময় এসেছে। দেশে ফিরে আগের মতো প্রযোজনার কাজে ব্যস্ত হয়ে পড়তে চান তিনি।
দেশে ফিরতে চান শিল্পা
