স্টাফ রিপোর্টার ॥
তবে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ট্রাক বলে জানা গেছে।
রোববার রাত ১১টা থেকে প্রথম দফায় রাত ১২টা পর্যন্ত এবং দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বন্ধ থাকে।
এরপর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দৌলতদিয়া ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রেখেছে রাজবাড়ী জেলা পুলিশ।
রাজবাড়ী জেলা পুলিশের দায়িত্বরত সার্জেন্ট মেহেদী হাসান বলেন, রাতে তিন দফায় মোট ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।
ফেরি বন্ধ থাকার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় পারাপারের অপেক্ষায় শতাধিক ট্রাক আটকে আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিআইডব্লিটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক খোরশেদ আলম যুগান্তরকে বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো।
বর্তমানে এ নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।