বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে সাজাপ্রাপ্ত ও গ্রেফাতারি পরোয়াভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (৭ ফেব্রæয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র মোঃ আহসান উল্লাহ ও পলাশ কুটিরপাড়া গ্রামের মোঃ আব্দুল হামিদ মিয়ার পুত্র মোঃ সাইফুল ইসলাম।
পলাশ থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাদের গ্রেফতারের পর নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে।
পলাশে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার
