জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুরে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোঃ রুহুল আমিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে আবার আ’লীগে কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম তিতুমীর, ইঞ্জিনিয়ার এমএ হাসেম তপন, যুবলীগ নেতা মোঃ সাইদুল ইসলাম, শেখ আতিক, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন সুমন প্রমুখ।