স্টাফ রিপোর্টার ॥
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুরে ফুটপাতের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এস এম আলী আজম।
শীতবস্ত্র বিতরণের সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রত্যয় বিশ্বাস, সহ সভাপতি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আদিবা আজম মাটি, ব্লাড গ্রুপিং সম্পাদক মো. সাকিব হাসান ও সদস্য হিমাদ্রি শিখর। কর্মসূচির আহ্বায়ক ছিলেন সংগ্রঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রিশাদ।