জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাহান্নর ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’ এর উদ্যোগে ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় চার ঘন্টাব্যাপী সংগঠনের সদস্যরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শাহ্ সুলতান আতিকের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ জুয়েল সরকারের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ভাষাসৈনিক আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, সংগঠনটির উপদেস্টা মোঃ আলমগীর হোসেন, আরজু কুরাইশি, স্বাধীনতার ৭১ প্রজন্ম পূনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আবু সালেক ভূঁইয়া, সংগঠনটির যুগ্ম মহাসচিব এ্যাড. নূরনবী সরদার, মোঃ জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুম বিল্লা সুমন, মহিলা বিষয়ক সম্পাদক কথা আক্তার, সহ প্রচার সম্পাদক টুটুল তালুকদার, সদস্য রিপন খান হাফিজ, বাংলাদেশ কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, পরিচালক রানা খান, সদস্য ফাতেমা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতির অঙ্গীকারপত্র দিয়ে বাংলাদেশের সব দলকে রাজনীতি করার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা, সর্বস্তরে বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা এবং মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৮ই ফাল্গুন আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা করার দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা গাজীপুর জেলা প্রশাসকের কাছে এই ৩ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করেন।