স্পোর্টস ডেস্ক ॥
২০১০ সালের লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের অধিনায়ক সালমান বাট শুক্রবার প্রকাশ্যে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন। কিন্তু এতে করে মন গলেনি সাবেক ক্রিকেটারদের। দুই বছরেরও বেশি সময় পর দায় স্বীকারে বিস্মিত দেশটির ক্রিকেট মহল।
আরও আগেই বাটের দোষ স্বীকার করা উচিত ছিল জানালেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ,‘আরও অনেক আগে এটা করা উচিত ছিল তার। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত হয়েছিল সে। কিন্তু শুরুতে সেটা প্রত্যাখ্যান করে এসেছিল। বলছিল, সে নাকি অবিচারের শিকার। এখন এসে তার এই বক্তব্য আত্মস্থ করা কঠিন হবে।’
ক্রিকেটের যে ক্ষতি হয়েছে তা উপলব্ধি করতে পেরেছেন বাট, এমনটাই মনে করেন সাবেক টেস্ট ব্যাটসম্যান ও কোচ মহসিন খান। তিনি বললেন,‘যা করার করেছে, এখন কর্মকাণ্ডের পরিণতি তাকে ভোগ করতেই হবে। আমি আশাবাদী ক্রিকেটকে দুর্নীতি ও ফিক্সিংয়ের ছোবল থেকে দূরে রাখতে সে ভূমিকা রাখবে।’