বাংলাভূমি ডেস্ক ॥
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মছব্বির আর নেই। তিনি গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি ) লন্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসজিদুল হারামাইন শরীফাইনের প্রধান এবং পবিত্র কাবা শরীফের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আছ ছুদাইছ। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফিরদাউস কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মছব্বির, তিনি দাওয়াতে তাবলীগের একনিষ্ঠ একজন সাথী ছিলেন। সারা জীবন ইলমে কোরআন এবং তাবলীগের মেহনতে জড়িত ছিলেন। তিনি ইলমে তাছাওফের মুর্শিদ ও পীর এবং এশিয়া উপমহাদেশের অন্যতম বুজুর্গ ছিলেন।
মরহুমের ছেলে জাতীয় সংসদ মসজিদের সাবেক ইমাম, খতীব ও কলামিষ্ট মাওলানা এম এ করিম ইবনে মছব্বির।