ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরাঃ মাগুরা বক্ষ্মব্যাধি হাসপতাল ল্যাবে সোমবার করোনা পরীক্ষার জন্য জিন এক্সপার্ট ম্যাশিন স্থাপন করা হয়েছে। আজ সকাল ১১ টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে করোনা পরীক্ষার জন্য এ ম্যাশিন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।
সিভিল সার্জন ডা. প্রদীপ সাহা জানান, মূলত যক্ষ্মা পরীক্ষা ও কোন ধরনের যক্ষ্মা রোগিকে কি ধরনের ওষুধ দেওয়া হবে তা নির্ণয়ে এ মেশিন ব্যবহার হলেও এ ম্যাশিনের ম্যাধ্যমে নির্ভুলভাবে করোনা পরীক্ষা সম্ভব। এ মেশিন স্থাপনের ফলে এখন প্রতিদিন মাগুরায় প্রায় ৫০ টি করে করোর নমুনা পরীক্ষা সম্ভব হবে।
এমপি সাইফুজ্জামান শিখর বলেন, অতি প্রয়োজনীয় ও জরুরী রোগিদের করোনা পরীক্ষার জন্য মাগুরা বক্ষ্মব্যাধি হাসপাতালের ল্যাবে এ জিন এক্সপার্ট ম্যাশিন স্থাপন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে এটা মাগুরাবাসীর জন্য তার উপহার।