জেলা প্রতিনিধি ॥
মানিকগঞ্জ: মানিকগঞ্জে ট্রাকচাপায় সুমন নামে (১৪) এক গ্যারেজ কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সুমন মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামের আজম মিয়ার ছেলে।
জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে একটি গাড়ির নিচে কাজ করছিলেন সুমন। এ সময় তার পেছনে আর একটি ট্রাক দাঁড়ানো ছিল।সেই ট্রাকটিকে পেছন থেকে আরিচাগামী একটি বাস ধাক্কা দিলে ট্রাকটি সুমনকে আঘাত করে।এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
এতে আহতরা হলেন- রবিউল (৩২), শামীম (২০), জনি (২০), মোশারফ (৪৮), রুবেল (২২)। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদি হাসান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।