স্টাফ রিপোর্টার ॥
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, ‘মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে স্থান করে নিয়েছে। আজ আমরা বিশ্বের মৎস্য উৎপাদনশীল দেশ সমূহের মধ্যে ৩য় স্থানে রয়েছি। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই মৎস্য সেক্টর আমাদের দেশের পরিচয় ঘটিয়ে দিয়েছে, তাই দেশের মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের উন্নত শিখরে নিয়ে যেতে।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর সাপাহার উপজলার জবাইবিলে মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের আয়োজনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে মৎস্য আহরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমুনারা খানম, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী প্রমুখ।
বক্তব্য শেষে প্রধান অতিথি নৌকায় চড়ে জাল টেনে বিলে মৎস্য আহরণের শুভ উদ্বোধন করেন। এসময় জবাই বিল মৎস্যচাষ প্রকল্পের সকল সদস্য ও বিল পাড়ের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।