বুধবার গ্রেপ্তার এ দুজন হলেন টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জামায়াতের রোকন হাফিজার রহমান (৫২) ও দক্ষিণ গড্ডিমারী গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোতালেব হোসেন (৪২)।
এদের বিরুদ্ধে হরতালে ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হাতীবান্ধা থানার এসআই কামরুনাহার লতা জানান, এরা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।