স্টাফ রিপোর্টার ॥
মহান বিজয় দিবসে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করার ও মৌলবাদী শক্তিকে রুখে দিতে শপথ নেয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বাংলা একাডেমি, ঐক্য ন্যাপ।
সংগঠনগুলোর নেতাকর্মীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিয়ে সাম্প্রদায়িক, মৌলবাদী শক্তিকে রুখে দিতে হবে। এই বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।’
বক্তারা আরও বলেন, ‘পাকিস্তানের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখিয়েছে। আমাদের শপথ নিতে হবে এই দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে মূলোৎপাটন করতে হবে।’
বক্তরা বলেন, ‘১৬ ডিসেম্বর বাঙালির জীবনে অত্যন্ত আনন্দের দিন। বাঙালি যেখানেই আছে সেখানেই এই দিনটি উদযাপন করে।’
তারা বলেন, ‘যারা মহান মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে এই দেশ গড়ে তুলতে হবে।’
করোনার কারণে এ বছর সংগঠনগুলোর উপস্থিতি কম দেখা গেছে। শিখা চিরন্তনের নিরাপত্তায় থাকা আনসার সদস্য জানান, প্রতিবছর ১৬ ডিসেম্বর এখানে প্রচুর লোকের সমাগম হলেও এবার মানুষ অনেক কম।