স্পোর্টস ডেস্ক ॥ ফ্যাব্রিগাস কেন দল ছাড়বে? ম্যানচেস্টার ইউনাইটেড বেহুদাই সময় নষ্ট করছে, বললেন বার্সেলোনার অধিনায়ক জেরার্ড পিকে। তিনিও একসময় ইংলিশ ফুটবলে খেলেছেন এবং এই ম্যানচেস্টার ইউনাইটেডেই, এক বছর দু’বছর নয়, চার বছর। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ম্যানইউতে খেলা পিকে বলেন, ফ্যাব্রিগাসের ইংল্যান্ডে যাওয়ার কোন পরিকল্পনাই নেই। সে তো বার্সেলোনাই ছাড়বে না। ম্যানইউ কোচ ডেভিড ময়েস জাপানে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, প্রথমবার প্রত্যাখ্যাত হওয়ার পর ফ্যাব্রিগাসকে আনার জন্য তার দল নতুন করে ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব তৈরি করেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পিকে এক ইংলিশ দৈনিককে বলেন, ইউনাইটেড আসলে সময়ের অপচয় করছে। অনেক লম্বা সময়ের পর ফ্যাব্রিগাসের দেশে খেলার স্বপ্নপূরণ হয়েছে, তাই সে সহজেই দেশ ছাড়বে না। এখানেই তার পরিবার রয়েছে এবং সে তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খেলতে পারছে। সে আমাদের বলেছে যে, সে সুখেই আছে এবং বার্সেলোনাতেই থাকতে চায়।
সময় নষ্ট করছে ম্যানইউ
