স্টাফ রিপোর্টার ॥
করোনা জাল সনদ, টেস্টে প্রতারণসহ নানা অপরাধের দায়ে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ চারজনের বিরুদ্ধে আরও একটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বর্তমানে পদ্মা ব্যাংক থেকে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে রোববার কমিশন থেকে ওই মামলার অনুমোদন দেয়া হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের।
গত ২২ জুলাই এনআরবি ব্যাংক থেকে তার হাসপাতালের নামে ঋণ বাবদ দেড় কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
গত মামলার এজাহারে প্রতারণার মাধ্যমে ক্ষমতার ব্যবহার করে ২০১৪ সালের ৯ নভেম্বর থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ে এনআরবি ব্যাংক থেকে সুদসহ এক কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।