স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০১৭ হতে ২০২২ সাল পর্যন্ত সময়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা-উপজেলায় ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।
আজ বুধবার জাতীয় সংসদে নাছিমুল আলম চৌধুরীর (কুমিল্লা-৮) প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। তবে ২০১৭ হতে ২০২২ সাল পর্যন্ত সময়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।