স্টাফ রিপোর্টার ॥
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক সাবরিনা এ চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত ডা. সাবরিনা চৌধুরীর জামিন আবেদন বাতিল করে এই আদেশ দেন।
তেজগাঁও থানা পুলিশ সাবরিনাকে আদালতে হাজির করে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে।
অন্যদিকে পুলিশের রিমান্ড আবেদনের বিরোধিতা করে সাবরিনার পক্ষে জামিনের আবেদন করেনে সাইফুল ইসলাম সুমনসহ কয়েকজন আইনজীবী।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে এই চিকিৎসককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।