শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > অঘটনের শিকার জকোভিচ ও মারে

অঘটনের শিকার জকোভিচ ও মারে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়েছেন বিশ্বের শীর্ষ দুই টেনিস তারকা নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে। বিশ্ব টেনিসের ১ ও ২ নম্বর র‌্যাঙ্কিংয়ের এই দুই তারকাই হেরে গেছেন কোয়ার্টার ফাইনালেই। এই আসরে জকোভিচের হোঁচটটি ছিল দুঃখজনক। চারবার ফাইনাল খেলে একবারও শিরোপার দেখা পাননি তিনি। এ ছাড়া এই শিরোপা জিতে ‘ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স’ অর্জনের হাতছানিও তার সামনে। এর আগে তিনি আটটি মাস্টার্সে শিরোপা জিতেছেন। বাদ ছিল এই একটিতে। কিন্তু কোয়ার্টার ফাইনালের লড়াই থেকেই ছিটকে পড়ে ৯টি মাস্টার্স জিতে ‘ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স’ অর্জন করা তার আর হলো না। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা হেরেছেন হাড্ডাহাড্ডি লড়াই শেষে। ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে ২২ নম্বর র‌্যাঙ্কিংয়ের যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে তার হারটি ৭-৬ (৫), ৩-৬, ৭-৫ গেমে।
অন্যদিকে প্রতিযোগিতার দুই বারের চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে হেরেছেন ৬ নম্বর চেক তারকা টমাস বার্ডিচের কাছে। তার হারটি ৬-৩, ৬-৪ গেমে। দুই বারের সিনসিনাটি মাস্টার্সের শিরোপাধারী মারে কয়েক সপ্তাহ আগে উইম্বলডন জিতে ছিলেন ফর্মের তুঙ্গে। কিন্তু সেই তুঙ্গস্পর্শী মনোবলে চিড় ধরিয়ে দিলেন বার্ডিচ। ইউএস ওপেনের আগে এমন হারে সমর্থকদের চিন্তা বাড়িয়েছেন তিনি। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছেন আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রো। তিনি শুক্রবার রাতে ৬-৪, ৩-৬, ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার দিমিত্রি তারসুনভকে। শেষ চারে তিনি লড়বেন জকোভিচকে হারানো জন ইসনারের বিপ।ে