শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > অধিকারের তালিকা খতিয়ে দেখছে অ্যামনেস্টি

অধিকারের তালিকা খতিয়ে দেখছে অ্যামনেস্টি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তিনটি মানবাধিকার সংস্থাকে শাপলা অপারেশনে নিহতদের তালিকা হস্তান্তর করেছে অধিকার। সংস্থা গুলো হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। ইতিমধ্যে এই তিন সংস্থা অধিকারের পাঠানো তালিকা  পেয়েছে। তন্মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তালিকাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলেও দায়িত্বশীল সুত্র জানিয়েছে। গত ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘৬১ জন নিহত হয়েছে’ বলে দাবি করেছিল মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনটি গত শুক্রবার রাতে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা দেশি-বিদেশি পাঁচটি সংগঠনকে নিহত ব্যক্তিদের তালিকা দিয়েছে।  গত ১০ই জুন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অধিকার। তাতে ৬১ জন নিহত হওয়ার দাবি করা হলেও তাদের নাম-ঠিকানা বা বিস্তারিত কিছু জানানো হয়নি। এর এক মাস পর সরকারের তথ্য মন্ত্রণালয় ৬১ জনের নাম-ঠিকানাসহ বিস্তারিত জানতে চেয়ে অধিকারকে চিঠি দেয়। কিন্তু অধিকার সরকারকে কোনো তথ্য না দিয়ে জানায়, একটি তদন্ত কমিশন গঠন করা হলে ওই কমিশনের কাছেই কেবল এ তথ্য দেওয়া হবে। তবে শুক্রবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিকার বলেছে, নিহত ব্যক্তিদের পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে তারা এ তালিকা আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা  হয়েছে, সরকার তদন্ত কমিশন না করে ১০ই আগস্ট অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করেছে। ১১ই আগস্ট ডিবি পুলিশ অধিকারের দুটি ল্যাপটপ ও তিনটি সিপিইউ জব্দ করে। এর মধ্যে ওই ঘটনার বেশ কিছু মানুষের তথ্য ছিল। উদ্ভূত পরিস্থিতিতে অধিকার মনে করে, নিহত ব্যক্তিদের পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংগঠনগুলোকে তালিকা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে। কারণ, ইতিমধ্যে ডিবি পুলিশ পরিবারগুলোর ওপর নজরদারি করতে শুরু করেছে বলে দাবি করে অধিকার।