বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > অনলাইনে রিচার্জ সুবিধা দিচ্ছে এয়ারটেল

অনলাইনে রিচার্জ সুবিধা দিচ্ছে এয়ারটেল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ দেশের মোবাইল সেবাদাতা এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের গ্রাহকেরা এখন থেকে যে কোনো সময়ে যে কোন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করার সুবিধা উপভোগ করতে পারবেন।
সূর্যমূখীর সহায়তায় এয়ারটেলের গ্রাহকদের জন্য একটি অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়েছে। এ অপারেটরের গ্রাহকদের জন্য সূর্যমূখীর একাধিক পে-পয়েন্ট বা অনলাইনে অর্থ পরিশোধের পোর্টাল চালু করা হবে। এ সমঝোতার আওতায় এয়ারটেল গ্রাহকেরা তাদের অ্যাকাউন্ট আরো দ্রুত এবং সহজে রিচার্জ করতে পারবেন।
এ রিচার্জ সেবা গ্রহণে (িি.িঢ়ধুঢ়ড়রহঃ.পড়স.নফ) এ ঠিকানায় নিবন্ধন করতে হবে। ব্যাংক গেটওয়ের চাহিদা অনুযায়ী গ্রাহকদের তাদের পছন্দসই পরিশোধ মাধ্যম নির্বাচন করতে হবে। এ ছাড়াও কার্ড সংক্রান্ত তথ্য দিতে হবে।
এ রিচার্জ মূল্য পরিশোধ করা যাবে ভিসা, মাস্টারকার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, কিউ-ক্যাশ কার্ড, বিক্যাশ এবং ডিবিবিএল মোবাইল ওয়ালেট ব্যবহার করে। ডিজিটাল সার্টিফিকেশন এবং এনক্রিপশনের মাধ্যমে সব ধরনের লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অনলাইনে অর্থ পরিশোধ সুবিধা গ্রাহকদের দৈনন্দিন জীবনের মানোন্নয়নে এয়ারটেল বাংলাদেশের অঙ্গীকার পূরণে একটি গুরুত্বপূর্ণ পদপে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ক চুক্তি সই সম্পাদন অনুষ্ঠানে এয়ারটেলের পে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার রাজনিশ কল, হেড অব সেলস এএমএম গোলাম তওহীদ, হেড অব মার্কেটিং মীর নওবত আলী ও হেড অব ডিস্ট্রিবিউশন মাশরুর চৌধুরী এবং সূর্যমূখীর পে ছিলেন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক।