মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > অনেক ‘যদি-কিন্তু’র সামনে বাংলাদেশ

অনেক ‘যদি-কিন্তু’র সামনে বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ রেফারির নির্লজ্জ পপাতিত্বে জয় বঞ্চিত বাংলাদেশ অনেক যদি-কিন্তুর মধ্যে দাঁড়িয়ে। আজ গ্রুপের শেষ দুটি ম্যাচ। এ দুটি ম্যাচেই চূড়ান্ত হবে সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপে আর ভারত লড়বে নেপালের সঙ্গে। গাণিতিকভাবে সবারই সম্ভাবনা এখনও আছে। কারণ ৪ পয়েন্ট করে নেপাল (+২) ও ভারত (+১) শীর্ষে থাকলেও ১ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ (-২) ও পাকিস্তান (-১) আছে সম্ভাবনার তালিকায়। সেমিফাইনাল নিশ্চিত করলে বাংলাদেশকে কালকের ম্যাচে অবশ্যই জিততে হবে, এর কোন বিকল্পই আর হাতে নেই। তাতেও হবে না যদি ভারত-নেপাল ম্যাচ ড্র হয়ে যায়। সেই লড়াইয়ে নেপাল ন্যূনতম ব্যবধানে জিতলে বাংলাদেশকে দুই গোলের ব্যবধানে জিততে হবে পাকিস্তানের সঙ্গে। তখন ভারত ও বাংলাদেশের গোলের গড় হয়ে যাবে সমান, তাতে বেশি গোল করার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে গ্রুপ রানার্স আপ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হবে নেপাল। ভারত যদি ন্যূনতম ব্যবধানে নেপালকে হারায় তবে বাংলাদেশকে সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপে জিততে হবে ন্যূনতম তিন গোলের ব্যবধানে। সে েেত্র গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত আর বেশি গোল করার সুবাদে বাংলাদেশ। বাংলাদেশের বড় জয়ও কাজে আসবে না যদি নেপাল ভারত ম্যাচটি ড্র হয়। আর সেটা হওয়ার সম্ভাবনাই দেখছেন বাংলাদেশ ও পাকিস্তানের কোচ। পাকিস্তানের কোচ শেহজাদ আনোয়ার বলেন, ড্র করলেই যেখানে দু’দলের সেমিফাইনাল নিশ্চিত, সেখানে ওরা ঝুঁকি নিবে কেন? বাংলাদেশ কোচ লোডউইক ডি ক্রুইফও ভরসা পাচ্ছেন না নেপাল-ভারত ম্যাচের ওপর। ‘আসলে ভারতকে যেভাবে রেফারিরা সহায়তা করছে সেখানে ম্যাচটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচেও ভারতের প নিয়েছিলেন ইশান্তা পেরেরা, ভারতের গোলরককে লাল কার্ড না দেখিয়ে।’ তবে কি ম্যাচটি পাতানো হবে বলে মনে হচ্ছে আপনার, এমন প্রশ্নের জবাবে ক্রুইফ জানান সময়েই বলে দেবে সেটা।’ যদিও ভারতের ডাচ্ কোচ কিম কভারম্যান জানিয়েছেন জয়ের জন্যই খেলবে তার দল। কোচের কথাায় ভরসা পাচ্ছেন না বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন।
তিনি বলেন, আমি নিশ্চিত নেপাল ইচ্ছে করেই ভারতের সঙ্গে ড্র করবে। তারমতে বাংলাদেশের আশাটুকু শেষ হয়েছে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর। বাকিটুকু শেষ হয়েছে নেপাল-পাকিস্তানের ড্র’তে। নেপাল-পাকিস্তানের ম্যাচটিতে ১৩ মিনিটে পাকিস্তান এগিয়ে যেতেই বাংলাদেশের সম্ভাবনা খুলে যেতে শুরু করে। সেই সম্ভাবনা নিয়েই শেষ হতে যাচ্ছিল কিন্তু ইনজুরি টাইমে নেপাল সেই গোল শোধ করে ম্যাচ ড্র করে বাংলাদেশকে ফেলে দিয়েছে অনেক যদি-কিন্তুর মধ্যে।