শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ‘অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা করব’

‘অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা করব’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টঅর ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরোধী এবং অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক।

রোববার (৬ ডিসেম্বর) সকালে মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে (এমসিএইচটিআই) ২০০ শয্যাবিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন এবং তিন দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসলামুল হক বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য কুষ্টিয়ায় ভাঙার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যারা এটা করেছে আমরা তাদের ঘৃণা জানাই।

নতুন হাসপাতাল নির্মাণ হওয়ায় ঢাকা-১৪ আসনের বাসিন্দারা উপকৃত হবেন জানিয়ে এ সংসদ সদস্য বলেন, এ প্রতিষ্ঠানে সব কিছু রয়েছে। শুধু এখন নার্স ও চিকিৎসকদের প্রয়োজন রয়েছে। আমি আশা করবো দ্রুত এর ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমসিএইচটিআই’র পরিচালক ডা. মোহ. শামছুল করিম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।