মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > অবশেষে ব্রিটেন থেকে বহিষ্কৃত হলেন কাতাদা

অবশেষে ব্রিটেন থেকে বহিষ্কৃত হলেন কাতাদা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাভূমি২৪ডটকম
ঢাকা: দীর্ঘ আট বছর পর শেষ পর্যন্ত ব্রিটেন থেকে জর্ডানে ফিরতে বাধ্য হলেন কট্টরপন্থি ধর্মীয় নেতা আবু কাতাদা।

ব্রিটেন থেকে বহিষ্কৃত হওয়ার পর রোববার জর্ডানে পৌঁছেছেন তিনি। ধারণা করা হচ্ছে, জর্ডানের রাজধানী আম্মানের বিমানবন্দর থেকেই তাকে কারাগারে প্রেরণ করা হবে। সেখানে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

জর্ডান সরকারের সঙ্গে ব্রিটেনের বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে আবু কাতাদার জর্ডানে ফেরার মামলাটির অবসান ঘটলো।

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামারুন এটিকে ‘সুখবর’ উল্লেখ করে বলেছেন, শেষ পর্যন্ত আবু কাতাদা ব্রিটেন থেকে বহিষ্কৃত হওয়ায় তিনি খুবই আনন্দিত।

২০০১ সালে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কাতাদাকে আটক করে নজরবন্দী করে ব্রিটেনের পুলিশ। পরে ২০০৫ সালে তাকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ফিলিস্তিনি বংশোদ্ভূত আবু কাতাদার অনুপস্থিতিতে জর্ডান সরকার তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়।

কাতাদা ওসামা বিন লাদেনের ডানহাত ছিলেন বলে মনে করা হয়। এছাড়া ব্রিটেনে যাওয়ার পর তিনি আল কায়েদার তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবে কাজ করতেন বলে মনে করে ব্রিটিশ প্রশাসন।