বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > অর্থনীতিতে যেভাবে ভারতকে ছাড়বে বাংলাদেশ

অর্থনীতিতে যেভাবে ভারতকে ছাড়বে বাংলাদেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কমাল বলেছেন, বর্তমানে আমরা অর্থনীতিক সম্ভবনার দেশগুলোর মধ্যে ৩১ নাম্বারে আছি।

আমাদের নিচে আছে ভিয়েতনামের মত বড় দেশ। ২০৩১ সালে আমাদের অবস্থান হবে ১৯ তম তখন মালয়েশিয়াকেও ছেড়ে যাবে বাংলাদেশ। আর ২০৪১ সালে বাংলাদেশের অবস্থান হবে ১২ তম তখন অর্থনীতিক ভাবে বাংলাদেশ ভারত ও অস্ট্রেলিয়াকে ছেড়ে যাবে।

বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলে।

মন্ত্রী বলেন, এসব কথা আমার মুখের নয় আপনারা দেখুন এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুলো যে তথ্য দিয়েছে সে কথাগুলো আমি বলছি। ভারত আটের উপরে জিডিপি অর্জন করতে চেয়েছে কিন্তু তারা এবছর ৭ এর কাছাকাছিও যেতে পারেনি । আর আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক শূন্য। আগামীতে আমাদের প্রবৃদ্ধি আরোও বাড়বে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশ অভাবনীয় গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের ইতিহাসে এই প্রথমবারের মত দেশের জিডিপি’র প্রবৃদ্ধি সাত দশমিক শূন্য পাঁচ ভাগে উন্নিত হয়েছে। মাথাপিছু আয় বেড়ে ১৪শত ৬৬ মার্কিন ডলারে উন্নিত হয়েছে। এফটিআই, ইউএসএইড এবং এডিবিসহ বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা আগামীর বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রগতির আভাস দিচ্ছে।