শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > অশুভ তৎপরতার বিরুদ্ধে সজাগ থাকতে হবে: খালেদা জিয়া

অশুভ তৎপরতার বিরুদ্ধে সজাগ থাকতে হবে: খালেদা জিয়া

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে।
রোববার শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এ শুভেচ্ছা বার্তায় হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান খালেদা জিয়া। তাদের সুখ শান্তি ও কল্যান কামনা করেন লন্ডন সফররত সাবেক এ প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্ল্যেখ করে খালেদা জিয়া বলেন, বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদি দল সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না।
তিনি বলেন, হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করা আমাদের সকলের দায়িত্ব। যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে।