শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিনদিনের এই সফরে আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি। একইদিনে তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কারিন কেনেসির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকায় একুশে ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি ঢাকা ত্যাগ করবেন আগামী ২২ ফেব্রুয়ারি।